বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড

২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১ উদযাপন বিটিসিএল এ স্মৃতিচারণ ও আলোচনা সভা

29 March 2021


বিটিসিএল স্মৃতিচারণ আলোচনা সভা


ঢাকা, মার্চ ২৯, ২০২১:- ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ স্বাধীনতা জাতীয় দিবস ২০২১ উদযাপন উপলক্ষ্যে গত ২৩ মার্চ (মঙ্গলবার) বিটিসিএল ডাক অধিদপ্তর যৌথভাবে একটি আলোচনা সভা আয়োজন করে বিটিসিএল এর প্রধান কার্যালয়, টেলিযোগাযোগ ভবন এর সভাকক্ষে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সীমিত অংশগ্রহণে সভা অনুষ্ঠিত হয়। ২৫ মার্চ গণহত্যা বিষয়ক একটি আলোকচিত্র প্রদর্শণীও এসময় বিটিসিএল সভাকক্ষের পার্শ্বে করা হয়। ডাক টেলিযোগাযোগ বিভাগের মাননীয় মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার সভায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি এবং ডাক টেলিযোগাযোগ বিভাগের সম্মানিত সচিব জনাব মোঃ আফজাল হোসেন সভার সভাপতি হিসেবে বিটিসিএল সভাকক্ষে উপস্থিত ছিলেন। সভায় মুখ্য আলোচক হিসাবে বক্তব্য উপস্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা জনাব কাজী সাজ্জাদ আলী জহির, বীর প্রতীক। ডাক টেলিযোগাযোগ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাগণ অধিনস্ত সংস্থাসমুহের প্রধানগণ বিটিসিএল সভাকক্ষে উপস্থিত থাকেন। অন্যান্য কর্মকর্তাগন ভার্চুয়ালি সংযুক্ত থাকেন। সভায় বিটিসিএল ডাক অধিদপ্তর পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক সীমিতসংখ্যক শিক্ষার্থীকে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে Zoom এর মাধ্যমে যুক্ত হওয়ার সুযোগ রাখা হয়।